FASHION AND TEXTILE LIVE


কখন বুঝবেন টেক্সটাইল এর কাজ আপনি শিখেছেন

কখন বুঝবেন টেক্সটাইল এর কাজ আপনি শিখেছেন :
টেক্সটাইল এর জবের ক্ষত্রে আমরা সবাই বলি যে কাজ শিখি বা শিখে নাই, কিন্তু কাজ শেখা পরিমাপের কি কোন মাপ কাঠি আছে কিনা।
কিছু লক্ষন আছে যা হলে আপানি নিজেই কাজ শিখেছেন কিনা পরিমান করতে পারবেন:
১. প্রথম লক্ষনন হলো আপনার ট্রেইনি পদ থেকে আপনাকে অব্যাহতি দেয়া হবে।
২. শিফট এর ইনচার্জ এর পদ এ দায়িত্বে আসবেন।
৩. শিফটিং নিজেই বুজে নিবেন নিজেই বুঝাই ।
৪. কারো সাহায্য ছাড়া গ্রে টু ডাইং ফিনিশিং করতে পারবেন বায়ার এর রিকোয়ারমেন্ট ফিল করে।
৫. মার্চেডাইজার হলে সেড, কোয়ালিটি, ডেভলপমেন্ট করতে পারবেন।
৬. মার্চেডাইজার এর জন্য সবচেয়ে বড় হলো কোন সেড, এর সমস্যা যুক্ত কাপড় খাওয়াতে পারবেন, সেটা নিজেই বুঝবেন।
৭. মার্চেডাইজার হিসেবে নিজেই ইন্ডিভিজুয়াল স্টাইল ফলোয়াপ টু শিপমেন্ট করতে পারবেন।
৮. মার্কেটিং এর লোক হলে নিজে অর্ডার নেয়া, PI নেয়া, কাজ করিয়ে ডেলিভারি দিয়ে ফিনেন্স ক্লিয়ারিং করতে যদি পারেন।
৯. ডাইং ফিনিশিং এর লোক হলে নিজেই এডিশন, টপিং করে সেড মিলাতে এবং ফিনিশিং করতে পারবেন।
১০. ফেব্রিক এর লোক হলে নিজেই কাউন্ট, স্টিচ লেন্থ এর পোগ্রাম দিয়ে নিজেই GSM ওকে, ডিজাইন ওকে করতে পারবেন।
১১. উইভিং হলে নিজেই উইভ প্লান, লুম প্লান প্রডাকশন প্লান করতে পারবেন।
১২. প্লানিং হলে নিজেই ফলোয়াপ, আপডেট, বুকিং, ডেলিভারি, ইনফোরমেশন দিতে পারবেন।
১৩. কোয়ালিটি হলে নিজেই সেড, কোয়ালিটি বুঝে ডেলিভারি করতে পারবেন।

No comments

Theme images by ElementalImaging. Powered by Blogger.